5.00
(23 Ratings)

YouTube Mastery for Freelancers

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

একদম বেসিক থেকে শুরু করে, কিভাবে একটি চ্যানেল থেকেই আপনার ফ্রিল্যান্স কাজের Client Hunting, Google AdSense থেকে এড রেভেনিউ, Affiliate Marketing করে কমিশনস আর্ন করবেন, Sponsorship ডিলস থেকে ভালো কন্ট্রাক্ট পাবেন, এবং Digital Product সেল করে একটিভ এবং প্যাসিভ ইনকাম করবেন – তার পরিপূর্ণ, প্রাকটিক্যাল কোচিং এবং গাইডলাইন হচ্ছে এই YouTube Mastery for Freelancers কোর্সটি ।

 

কোর্সটিতে এনরোল হওয়ার পূর্বে আমার প্রোফাইলগুলো দেখে আসার আহবান রইলো: Upwork, Udemy, YouTube

 

কোর্স থেকে কি কি জানতে এবং শিখতে যাচ্ছেন, তা জানতে কোর্সের মডিউল গুলো ভালো ভাবে দেখে নিন:  https://rafys.net/ytc

 

আমার এক্সপেরিয়েন্স থেকে, ফ্রিল্যান্সার হিসেবে কাজের পাশাপাশি আরও একটি সাসটেইনেবল একটিভ এবং প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে গাইড করাই হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য ।

 

YouTube Mastery for Freelancers কোর্সটি যারা ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত আছেন তাদের জন্য সাজানো হয়েছে । বেসিক একটি ক্যাটাগরিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পাশাপাশি অল্প অল্প করে কিভাবে আমি YouTube এর মাধ্যমে একটি সাসটেইনেবল, অ্যাডিশনাল, প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করেছি, এবং আপনি কিভাবে করতে পারবেন, তার পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাচ্ছেন এই কোর্সে ।

 

আপনি যদি একজন ফ্রিল্যানসার হয়ে থাকেন, নতুন বা পুরনো, YouTube Mastery for Freelancers কোর্সটি আপনার জন্য। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, হতে পারেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, বা অন্য যে কোনো ক্যাটাগরিতেই কাজ করেন, এই কোর্সটির লেসনগুলো আপনাকে পরিপূর্ণ গাইডলাইন দিবে কিভাবে ইউটিউবে কনটেন্ট দিবেন, কিভাবে নিজের অথরিটি বিল্ড করবেন ইন্টারন্যাশনালি, এবং কিভাবে একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করে তুলবেন – সব কিছুই আপনার আসল কাজের পাশাপাশি ।

 

ইউটিউব বা ব্লগ – দুটি মাধ্যমেই, স্টেবল এবং প্যাসিভ ইনকাম করার জন্য  – প্রথমে প্ল্যান করে কনটেন্ট পাবলিশ করে রাখতে হয়, যা পরবর্তীতে টার্গেটেড অর্গানিক ভিউজ বা ভিসিটর নিয়ে আসে, এবং আমরা প্যাসিভ ইনকাম করতে পারি । নিজের ব্র্যান্ড বিল্ডিং এর পাশাপাশি আমরা কিভাবে গুগল অ্যাডস থেকে, এফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করে, স্পনসরশিপ থেকে, নিজের প্রোডাক্ট সেল করে ইনকাম জেনারেট করতে পারি তা শিখব এই কোর্স থেকে ।

 

সম্পুর্ণ কোর্সটি কভার করা আমার প্রাকটিক্যাল অ্যাকটিভিটি দিয়ে – যাতে করে আপনি রিয়েল লাইফ এক্সাম্পল সহ দেখে, বুঝে, আগাতে পারেন ।

 

গত ১০ বছরে YouTube কনটেন্ট ক্রিয়েট করতে গিয়ে আমি যা জেনেছি, আমার যা এক্সপেরিয়েন্স, আমার জন্য যা কাজ করেছে, যা কাজ করেনি – তা লাইভ এক্সাম্পল সহ, একদম খুলমেলা ভাবে শেয়ার করার চেষ্টা করেছি এই কোর্সটিতে ।

 

আমার উদ্দেশ্য এই কোর্সটিকে আপনার এখন পর্যন্ত করা সব গুলো কোর্স থেকে বেস্ট করে তুলা ।

 

YouTube Mastery for Freelancers কোর্সটিতে কিভাবে জয়েন করবেন, জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন ।

 

 

Show More

What Will You Learn?

  • ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ইউটিউবিং
  • নিজের কাজের ব্র্যান্ডিং করে ক্লায়েন্ট জেনারেশন
  • গুগল অ্যাডসেন্স আর্নিং গাইড উইথ লাইভ এক্সাম্পলস
  • এফিলিয়েট মার্কেটিং আর্নিং গাইড উইথ লাইভ এক্সাম্পলস
  • স্পনসরশিপ আর্নিং গাইড উইথ লাইভ এক্সাম্পলস
  • সাইড হাসল থেকে প্যাসিভ ইনকাম সোর্স বিল্ড করা

Course Content

মডিউল ১: ইন্ট্রোডাকশন এন্ড এক্সাম্পল
প্ল্যাটফর্ম হিসাবে YouTube এবং এর Sustainability? কিভাবে ইউটিউব একজন ফ্রিল্যান্সারের প্রফেশনাল লাইফে এগিয়ে যেতে সাহায্য করতে পারে অথরিটি বিল্ডিং এর পাশা পাশি, কিভাবে ইউটিউব আপনার জন্য একটা অ্যাসেট হয়ে উঠবে ? সাইড হাসল হিসেবে শুরু করে, বর্তমানে ভালো করছেন এরকম কয়েকটা চ্যানেল - এবং আপনিও পারবেন কি না?

  • প্ল্যাটফর্ম হিসাবে YouTube এবং এর Sustainability?
    31:52
  • কিভাবে ইউটিউব একজন ফ্রিল্যান্সারের প্রফেশনাল লাইফে এগিয়ে যেতে সাহায্য করতে পারে?
    12:43
  • কয়েকটি চ্যানেল যা আপনাকে ইন্সপায়ার্ড করবে
    13:36

মডিউল ২ : স্মার্ট কনটেন্ট ক্রিয়েশন স্ট্রাটেজি এজ এ ফ্রিল্যান্সার
আইডেন্টিফাইং টার্গেট অডিয়েন্স এন্ড নিস (এই ক্ষেত্রে আপনার প্রফেশন ই আপনার ভালো নিস হতে পরে) নিস কতটা ব্রড করা উচিত? হাই সিপিএম টপিক খুঁজতে হয় কিভাবে? কোন ধরনের কনটেন্ট আপলোড করলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার সুযোগ থাকে? কনটেন্ট প্ল্যান করা, যা আপনার এক্সপেরিয়েন্স এবং সার্ভিসেস প্রমোট করে বালানসিং এডুকেশনাল, প্রমোশনাল এন্ড এনগেজিং কনটেন্ট

মডিউল ৩ : হাই সিপিএম নিশের কয়েকটা এক্সাম্পল

মডিউল ৪: YouTube চ্যানেল সেট আপ এবং অ্যালগরিদম বুঝা
- YouTube চ্যানেল তৈরি এবং অপ্টিমাইজ করা - প্রফেশনালিজম এবং ধারাবাহিকতার ঠিক রেখে চ্যানেলের ব্র্যান্ডিং কীভাবে করবেন - ইউটিউব এলগোরিদম বুঝে নেয়া

মডিউল ৫: ভিডিও ইডিটিং & প্রোডাকশন
- আমি কিভাবে ভিডিও কনটেন্ট তৈরি করি? - কিভাবে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন? - আমি কিভাবে ভিডিও এডিট করি Camtasia দিয়ে? - এবং, যদি প্রয়োজন হয়: - ফ্রি স্ক্রিন রেকর্ডার - ফ্রি ভিডিও এডিটর

মডিউল ৬: ভিডিও SEO এন্ড পোমোশন
- YouTube SEO ওভারভিউ - কীওয়ার্ড রিসার্চ - কিভাবে একটি ভিডিও পাবলিশ করতে হয় উইথ SEO - ভিডিও প্রমোশন

মডিউল ৭: ইউটিউব অডিয়েন্স গ্রোথ স্ট্রাটেজি
১। অডিয়েন্স গ্রোথের মূল হাতিয়ার কি? ২। কি প্রয়োজন? ৩। ইউটিউব এলগোরিদম কিভাবে কাজ করে? ৪। সাবস্ক্রাইবার গ্রো করার ক্ষেত্রে কী করা উচিত, এবং কী করা উচিত নয়? ৫। সোশ্যাল মিডিয়া এবং অন্য প্লাটফর্ম গুলোর ভালো ব্যবহার করা যায় কীভাবে? ৬। কোন ধরনের কনটেন্ট আপলোড করলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার সুযোগ থাকে?

মডিউল ৮ : কনটেন্ট দিয়ে ক্লায়েন্ট পাওয়ার স্ট্রাটেজি
- আপনার সার্ভিস, এক্সপার্টাইজ, এবং পোর্টফোলিও প্রমোট করা যেতে পারে কিভাবে? - কল টু অ্যাকশন ব্যবহার করে ভিউয়ারদেরকে কিভাবে লিড এবং ক্লাইন্টে পরিণত করা যেতে পরে? - কনটেন্ট প্ল্যান করা, যা আপনার এক্সপেরিয়েন্স এবং সার্ভিসেস প্রমোট করে - ইউটিউব সার্চ এবং রেকমেন্ডেশন থেকে ক্লাইন্টদেরকে অ্যাট্রাক্ট করা যায় কীভাবে? - বালানসিং এডুকেশনাল, প্রমোশনাল এন্ড এনগেজিং কনটেন্ট

মডিউল ৯ : আমার করা কয়েকটি ভুল এবং আপনার শিক্ষা
- পাইরেসি প্রোডাক্ট - ব্যান - নিস মিক্সিং - নো এনগেজমেন্ট - ইনকন্সিস্টেন্সি - নো এনগেজমেন্ট, রেলিবিলিটি, এন্ড গ্রোথ - লাইভ - বিল্ডিং ট্রাস্ট, স্ট্রং কানেকশন এন্ড রিলেশনশিপ - গ্রুপ - প্রপার ম্যানেজমেন্ট এন্ড স্কেলিং

মডিউল ১০ : মনেটিজেশন এবং স্ট্রাটেজিক এপ্রোচ
- ৪ টি মাধ্যম যেগুলো দিয়ে আমি চ্যানেল থেকে টাকা ইনকাম করছি এবং তার বিস্তারিত - আরও কয়েকটি মাধ্যম, যা আপনি ব্যবহার করতে পারেন (e.g., merchandising, Patreons) - কিভাবে এড প্লেসমেন্ট, স্পনসরড কনটেন্ট, এন্ড প্রোডাক্ট প্লেসমেন্ট করে রেভেনিউ বাড়ানো যেতে পারে?

চ্যানেলকে Sponsorhip রেডি করা এবং ডিলস হ্যান্ডলিং

মডিউল ১২ : প্যাসিভ ইনকাম প্ল্যান & YouTube Analytics Guide

কয়েকটি চ্যালেঞ্জ & স্কেল আপ

লাস্ট ক্লাস + সাপোর্ট

সাপোর্ট সেশনস

Student Ratings & Reviews

5.0
Total 23 Ratings
5
23 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
AS
1 month ago
I have completed this course recently. this is really an excellent course. I have learned so many new things from this course and I hope It will be helpful for my future career. InshaAllah I will try to follow all the instructions I have learned from this course. Thank Azharul Rafy Vai for sharing his knowledge and experience through this course.
JB
2 months ago
I wish I had found this course months ago. It's not just for freelancers—anyone can benefit from the valuable knowledge it offers! Thanks to Rafy for being so transparent and polite. What a guy!
SS
2 months ago
One of the best Course I have ever seen. Full of many unknown & valuable resource .
RA
2 months ago
ফুল কোর্স শেষ করেছি। বুঝানো এবং উদাহরণ দিয়ে দেখানোটা ভালো লেগেছে। ধন্যবাদ রাফি ভাই।
KH
3 months ago
Great Course. Instructor Rafy Bhai is awesome, very professional and mature. I learned a lot. Thanks to Rafy Bhai for introducing that kind of course.
JC
3 months ago
কয়েকটি লেসন শেষ করেছি, অন্য কোর্সগুলো থেকে এই কোর্সটি সম্পূর্ণ আলাদা । ক্লাসগুলো প্রাকটিক্যাল এবং এক কথায় অসাধারণ - ধন্যবাদ ভাইকে এই কোর্সটি নিয়ে আসার জন্য ।
MZ
4 months ago
The instructor provides examples of a high level of expertise and knowledge in the subject matter. His explanations are clear, and he provides practical examples that enhance understanding.
কোর্সটির কনটেন্ট এন্ড রাফি ভাইয়ের এক্সপ্লান্তেসন বিশেষ্য করে Example দিয়ে প্রতিটি বিষয় সহজ করে বুজিয়েছেন ! যারা ফ্রীলাঞ্চিঙ্গের পাশাশাপি YouTubeing এবং passive income করতে চান তারা নিরধিদায় কোর্সটি করতে পারেন, উপক্রিত হবেন ইনশাল্লাহ ।
Md Golam Robbani
5 months ago
আমি আপনার ইউটিউব মার্কেটিং কোর্স করেছি এবং এটি খুবই প্রভাবিত হইলাম। কোর্সটির মাধ্যমে আমি ইউটিউবে সঠিক দিকে অগ্রসর হতে পেরেছি এবং আমার মার্কেটিং প্রযুক্তিগুলির জ্ঞান অনেকটা বাড়ানো হয়েছে। আপনার দ্বারা প্রদত্ত থিওরি এবং প্রোফেশনাল পরামর্শটি খুবই প্রভাবশালী ছিল।

অতএব, কোর্সটির জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এবছরের মধ্যে আমি পেসিভ ইনকাম এবং এফিলিয়েট মার্কেটিং প্রয়োগ করার উপর বেশি ভরসা প্রাপ্ত হইলাম। আমি আপনার পরামর্শ এবং শিক্ষার জন্য আনন্দিত এবং প্রশংসিত হইলাম।

আবারও সবার জন্য ধন্যবাদ জানাতে চাই, এবং ভবিষ্যতে আরও এই ধরনের উপকারিতা কোর্স আমাদের সহযোগিতা করবে।
TH
6 months ago
কোর্সটি করার আগ পর্যন্ত আমার ধারণা ছিল ইউটিউব থেকে ইনকাম করা অনেক কঠিন, ১০০০ সাবস্ক্রাইবার ৪০০০ ওয়াচ টাইম না হলে ইনকাম করা যায় না।
তবে এডসেন্সের পাশাপাশি যে আরো অনেক ভাবেই ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব তা এই কোর্স থেকে জানতে পারি।

এই কোর্সটিতে দেখানো হয়েছে এডসেন্সের পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং স্পনসরশশিপ ডিজিটাল প্রোডাক্ট সেল এডসেন্স সহ আরো অনেক মাধ্যমে ইনকাম করার পদ্ধতি।

ফ্রিল্যান্সিং এর পাশাপাশি youtube থেকে এত দ্রুত সময়ের মধ্যে ইনকাম করা সম্ভব তা আমার ধারণা ছিল না। রাফি ভাইয়ের কোর্স ঠিক মত শেষ করে আমি মাত্র এক মাসের মধ্যেই প্রায় ২৫ ডলারের মত অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যায়।

প্রথম ইনকাম আসার সময় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র 9 জন এবং ভিউ ছিল 451। ধন্যবাদ রাফি ভাইকে এত সুন্দর এবং গোছানো কোর্স উপহার দেয়ার জন্য।
NA
6 months ago
Amazing Course. Worth It.
MI
6 months ago
ইউটিউবে ভিডিও দেখে মনে করেছিলাম শিখতে পারব । মেন্টর ভালো হলে কোর্সও ভালো হয়, এবং এখন পর্যন্ত আমার করা কোর্সগুলোর মধ্যে বেস্ট একটা কোর্স ছিলো এই কোর্সটি ।
TA
6 months ago
Ai course ti aro onek age niye asha uchit chilo bhaier. Arekta course korechilam, ato examples abong information chilo na. This course is the best. Content idea ber korar bepare j strategy share korechen, avabe kokohono chintai kori ni. Shob theke beshi j bishoyti valo legeche, akdom sohoj kore shomoy niye class gulo koriyechen. Thank you for your time bhai 🙏 ❤️
SM
7 months ago
There are a lot of courses in various marketplaces. But when you are looking for a comprehensive guideline to navigate the world of YouTube freelancing, Azharul Rafy's 'YouTube Mastery for Freelancers' is unparalleled. This course not only equips you with the essential skills and knowledge to kickstart your journey as a content creator but also provides invaluable insights into the nuances of freelancing on YouTube. Rafy's expertise shines through each module, offering practical strategies, actionable tips, and real-world examples that empower you to succeed in this competitive field. From optimizing your channel to monetizing your content, this course covers it all with clarity and depth. I highly recommend it to anyone serious about pursuing a career in YouTube freelancing. Five stars without hesitation!
MS
7 months ago
ক্লাসগুলো উদাহরণসহ হওয়ায় খুব ভালো লেগেছে, বুঝানোর স্টাইল অসাধারণ
KA
7 months ago
ইউটিউব চ্যানেল এবং ভিডিও SEO নিয়ে অনেক ভুল ধারণা ক্লিয়ার হয়ে গেলো । গুগল এডসেন্সই সব জানতাম এতদিন, এর বাহিরেও যে এত বড় জগৎ আছে, জানা ছিলো না । ধন্যবাদ ভাইকে এরকম একটা কোর্স উপহার দেয়ার জন্য ।
bappydas
7 months ago
ইউটিউবে ভিডিও দেখে জয়েন করেছিলাম কোর্সটিতে, এবং ক্লাসগুলো দেখে মন ভরে গেলো । এতদিন পর একজন ভালো মেন্টর পেয়েছি । এত খোলামেলা করে ক্লাস করানো, এবং A to Z গাইডলাইন, এর আগে কোনও কোর্সে পাইনি ।

ইউটিউব নিয়ে বিন্দুমাত্র আগ্রহ থাকলে, এই কোর্সটিতে জয়েন করে ফেলতে পারেন, অনেক কিছু নিতে পারবেন ।
AH
7 months ago
One of the best courses I ever taken.
Montaha Hossain
8 months ago
আমি এই কোর্সটা করার আগে আরেকটা ইউটিউবের কোর্স করতে চাইছিলাম কিন্তু ওইটা থেকে এটা হাজারগুনে ভালো। বিশেষ করে আমাদের মত লোক যারা ফ্রিল্যান্সিং করি। এরকম কোয়ালিটি কোর্স আমি কমই দেখেছি। রাফি ভাইকে এর আগে আমি চিনতাম না কিন্তু এই কোর্সের মাধ্যমে আমি ওনাকে চিনছি, এবং আমি অনেক খুশি যে উনার সাথে আমার পরিচয় হয়েছে, খুবই খুবই ভালো মানের একটি কোর্স,
উনার কোর্সের সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে ক্লাসের পরে উনি ফলোআপ নেন সবার। প্রত্যেককে জিজ্ঞেস করে যে আমাদের অগ্রগতি কেমন বা আমরা কিরকম কাজ করতেছি।
অবশেষে রাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ
আল্লাহ আপনাকে ভালো রাখুক
Rajib Ray
8 months ago
আসলে আমি এই কোর্স থেকে লাভবান হয়েছি?
- হ্যা আমি এই পর্যন্ত যে সকল তথ্য পেয়েছি। তা বিগত 3 বছরে যা শিখছি ইউটিউব বিষয়ে মাত্র কয়েকটি মডিউল থেকে আমি এর চেয়ে 3 গুন ইউটিউব বিষয়ে শিখছি। একজন ফ্রিলান্সার হিসেবে এই কোর্সে জয়েন হতে পারেন। কন্টেন্ট তৈরির পাশাপাশি Client Hunting, Targeted Audiences Reach, ‍ও সাইড হাসল হিসেবে প্যাসিভ ইনকাম তো থাকছে।

ধন্যবাদ ভাই, সত্যি আপনি যেগুলো বিষেয়ে নিয়ে কথা বলেন লাইভ দেখান এটাই আমাদের কাছে খুবই লাভজনক। আপনার কোর্সে জয়েন হওয়া এই আপনার ইউটিউবের মাধ্যমে। আপনার নামে @AzharulRafy এই ইউটিউব থেকে পাওয়া। আমি Fiverr affiliate এ কিভাবে কাজ করে সেই সম্পর্কে যখন ইউটিউবে সার্চ করেছি @AzharulRafy চ্যানেলটি প্রথমে আসে আমার সামনে। সেখানে থেকে @AzharulRafy ভাইকে পেয়েছি। এটাই যে আপনি কষ্ট করবেন অন্যকে সাহায্য করবেন এতে করে আপনিও লাভবান হবেন।

আবারও ধন্যবাদ ভাই @AzharulRafy