YouTube Mastery for Freelancers
আমার সম্পর্কে:
আমি একজন ed-Tech কনটেন্ট ক্রিয়েটর, এবং ডিজিটাল মার্কেটার । মার্কেটিং আরও ভালো ভাবে বুঝার এবং শিখার জন্য বর্তমানে পড়াশুনা করছি যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটিতে 🙂
রিলেভেন্ট দক্ষতা থাকায়, আমাদের কোর্স মডিউলে মাঝে মধ্যে ক্লাস নেয়ারও সুযোগ পাই কিছু টপিকে 😍
আমার কাজের প্রোফাইল গুলো:
বিশেষ দ্রষ্টব্য:
ইউটিউব মার্কেটিং এর এই কোর্সটি শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত আছেন তাদের জন্য সাজানো হয়েছে । আপনি ফ্রিল্যান্সিং এর যে কোন সেক্টরে কাজ করেন, এই কোর্সটি আপনার জন্য প্রযোজ্য হবে। যদিও এই কোর্সটির অনেক মডিউলেই টাকা পয়সা ইনকাম নিয়ে আলোচনা এবং এক্সাম্পল দেখানো হয়েছে, এবং এন্ড অফ দ্য ডে, টাকা ইনকামের সাসটেইনেবল সোর্স তৈরি করাই আমাদের উদ্দেশ্য – কিন্তু কোনোভাবেই এই কোর্সটি Make Money Quick ধাপের কোর্স নয় ।
ইউটিউব বা ব্লগ – দুটি মাধ্যমেই, স্টেবল এবং প্যাসিভ ইনকাম করতে হলে – প্রথমে প্ল্যান করে কনটেন্ট পাবলিশ করে রাখতে হয়, যা পরবর্তীতে অর্গানিক ভিউজ বা ভিসিটর নিয়ে আসে, এবং আমরা প্যাসিভ ইনকাম করতে পারি । নিজের ব্র্যান্ড বিল্ডিং এর পাশাপাশি আমরা কিভাবে গুগল অ্যাডস থেকে, এফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করে, স্পনসরশিপ থেকে, নিজের প্রোডাক্ট সেল করে ইনকাম জেনারেট করতে পারি তা শিখব এই কোর্স থেকে।
২০১২ সালে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করে আস্তে আস্তে এফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, শপিফাই, POD, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এবং আরও অনেক রিলিভেন্ট স্কিলস একটু অধটু করে এক্সপ্লোর করার সুযোগ হয় আমার । কাইন্ড অফ Jack of All Trades, Master of None বলতে পারেন, এবং এটা বলতে আমি লজ্জা করি না, খুশি লাগে 🙂 কারণ? হয়তবা আপনি পুরো কোট’টি পড়েন নি এখনো!
তো, স্কিলস শিখা, এবং এক্সপেরিমেন্টেশন করার পর, রেজাল্ট ভালো হলে – যখনই সম্বভ হত, যা পারি তাই ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করতাম আমার এই ইউটিউব চ্যানেলটিতে । অনেক মানুষ মেসেজে, কমেন্টে প্রশ্ন করত, ক্রিটিসাইজ করত, বেশিরভাগ মানুষ প্রশংসা করত, বেনিফিটেড হচ্ছে জানাত এবং অনেক সময় দুয়া করছে এরকম করে মেসেজ বা কমেন্ট করত – যা আমাকে আরেকটু ভালো কনটেন্ট দেওয়ার উৎসাহ জাগাত । এভাবে কনটেন্ট দিতে দিতে, পুরোপুরি কন্সিস্টেন্ট না থাকার পরেও আস্তে আস্তে এই ইউটিউবের ভিডিও গুলোই আমার জন্য অ্যাসেট হতে শুরু করে ।
মাঝে মধ্যেই ইউটিউব ভিউ থেকে পোটেনশিয়াল ক্লায়েন্টের ইমেল পাওয়া, গুগল অ্যাডস থেকে সামান্য সামান্য করে ইনকাম আসা, স্পনসরশিপ অফার আসা, এবং টুকটাক এফিলিয়েট কমিশনস, সবমিলিয়ে বর্তমানে প্রায় প্রতি মাসে ৳ ৩,০০,০০০ – ৳ ৫,০০,০০০ টাকা ইনকামের সোর্স (আলোমস্ট প্যাসিভ) হয়ে আছে শুধুমাত্র আমার নাম দিয়ে খুলা এই ইউটিউব চ্যানেলটি ।
২০২৩ সালে আমি কোনো ক্লায়েন্টের একটা সিঙ্গেল কাজ করার সুযোগ পাইনি । ভার্সিটি তে Assistant eLearning Designer হিসেবে যে স্যালারি পেতাম, তা ছিল এই দেশের মিমিনাম! কিন্তু থাকা, খাওয়া, ভ্রমণ এবং অন্যান্য বিষয় মেনটেইন করার জন্য ২০২৩ সালে এই দেশে আসার পর প্রায় ৳ ৬৫,০০০০০ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল যুক্তরাজ্যে – তার বেশিরভাগ বহন করেছে এই চ্যানেল এবং এর সাথে কানেক্টেড ইনকাম রিসোর্সগুলোই – আলহামদুল্লাহ 🙂 । আগের আপলোড করা ভিডিওগুলি আমার জন্য পেনশনের মতো কাজ করেছে । এবং এই পরিমাণ টাকা অন্য কোনো মাধ্যমে ইনকাম করতে হলে হয়তবা অনেক টাকা ইনভেস্ট করতে হত – এই ক্ষেত্রে যা ছিল নগণ্য । আমাকে শিখতে হয়েছে, এবং সময় যখন সুবিধা হচ্ছিল, সময় ইনভেস্ট করতে হয়েছে 😊
বর্তমানে, আপনাদের অনেকেই ফ্রিলান্সিংয়ে ভালো করছেন, অনেকে আবার নতুন শুরু করছেন – খুশির বিষয় । সবার জন্য শুভকামনা । কিন্তু, যারা অভিজ্ঞ তারা জানেন, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে এই ফিল্ডে । আজ কাজে ভরপুর, কাল হায়-হুতাশ – এগুলো হয় এবং এটা স্বাভাবিক ফ্রিল্যান্সিং সেক্টরে, এবং এভাবেই চলে আসছে এবং আমরা সবাই খুশি আছি! কারণ, আমরা একমাস কাজ করতে পারলে, কয়েকমাস চলার মতো আর্নিং হয়ে যায়!
মার্কেটপ্লেসে প্রোফাইল ব্যান করে দেয়া, বা হঠাৎ করে কাজ না পাওয়ার এক্সপেরিয়েন্স দেখার পর আর কখনোই Upwork বা Fiverr, বা অন্য কোনও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসকে ইনকামের প্রধান উৎস হিসেবে দেখিনি । মার্কেটপ্লেসে পার্টটাইম কাজ করার পরও ২০১৬ -১৭ তে শুধু Upwork থেকেই মাসে $ ২২০০ – $ ৩০০০ ডলার অ্যাভারেজ ইনকাম হয়ে যেত আমার । একটিভ থাকা অবস্থায় কোন মাসে $ ১৫০০ ডলারের নিচে নেমেছে বলে মনে পড়ছেনা – তাও ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে, কিন্তু এখন?
বর্তমান চিত্র অনেক ভিন্ন!
এক বাস্কেটে সব ডিম রেখে দিলে, রিস্ক থেকেই যায়!
আমাদের উচিত মার্কেটপ্লেসের পাশাপাশি, বাহিরেও একটিভ থেকে নিজের ফিউচার সিকিওর করে রাখার চেষ্টা করা । আমাদের উচিত অ্যাভেলেবেল রিসোর্সেস কাজে লাগিয়ে নিজের পজিশন শক্ত করে রাখা, সেটা যে মাধ্যমেই হোক।
যারা বর্তমানে অনলাইন পেশায় যুক্ত, প্রায় সবারই সক্ষমতা আছে ইউটিউবে কনটেন্ট দেয়ার এবং নিজের অথরিটি বিল্ড করার । আগে করেন নি, সেটা প্রবলেম না, কিন্ত আজকে করছেন না – এটাই প্রবলেম!
সবার শুরু হয় ০ দিয়ে, আমার শুরু হয়েছে ০ দিয়ে, PewDiePie শুরু করেছিল ০ দিয়ে, MrBeast শুরু করেছে এই ০ দিয়ে, Marques Brownlee ও শুরু করেছিলো ০ দিয়েই, Graham Stephan শুরু করেছিল ০ দিয়ে – আর আপনারও শুরু হতে পারে এই একই অবস্থান থেকে!
The best time to start was yesterday. The next best time is now.
It’s better to regret what you have done than what you haven’t.
আবারও, ইউটিউব মার্কেটিং এর এই কোর্সটি শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত আছেন তাদের জন্য সাজানো হয়েছে । আপনি যে কোন সেক্টরে কাজ করেন, এই কোর্সটি আপনার জন্য প্রযোজ্য । যদিও এই কোর্সটির অনেক মডিউলেই টাকা পয়সা ইনকাম নিয়ে আলোচনা এবং এক্সাম্পল দেখানো হয়েছে, এবং এন্ড অফ দ্য ডে, টাকা কামানোই উদ্দেশ্য, কিন্তু কোনোভাবেই এই কোর্সটি Make Money Quick ধাপের কোর্স নয় ।
আপনি যদি একজন ফ্রিল্যানসার, অথবা নতুন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এবং অথরিটি এবং ব্র্যান্ডিং গ্রো করার মাধ্যমে নিজের পরিচিতি এবং ইনকাম পোটেনশিয়াল বৃদ্ধি করতে চান, এবং আস্তে আস্তে প্যাসিভ ইনকাম / বা রয়্যালটি ইনকাম সোর্স তৈরি করে রাখতে চান – এই কোর্স টি শুধুমাত্র আপনার জন্য ।
আমি যা যানি, আমার যা এক্সপেরিয়েন্স, তা লাইভ এক্সাম্পল সহ, একদম খুলমেলা ভাবে শেয়ার করার চেষ্টা করেছি এবং করব । আমার উদ্দেশ্য এই কোর্সটিকে আপনার এখন পর্যন্ত করা সব গুলো কোর্স থেকে বেস্ট করে তুলা ।
তবে, কোনোভাবেই আমি আপনার সফলতার গ্যারেন্টি দিতে পারি না । আপনার কর্মের উপর ডিপেন্ড করবে, ফল টক হবে না মিষ্টি হবে!
কোর্সটি করার পর, আপনার একান্ত দায়িত্ব – প্রাপ্ত প্রাকটিক্যাল নলেজ, কাজে লাগিয়ে অন্য মানুষকে সাহায্য করার পাশাপাশি নিজের জন্য একটা ভালো অথরিটি বিল্ড করে তুলা এবং আস্তে আস্তে প্যাসিভ বা রয়েলটি ইনকামের সোর্স হিসেবে গড়ে তুলা ।
ইম্পর্টান্ট: আপনি যদি প্রশ্ন করেন, এই কোর্স টি বেসিক টু অ্যাডভান্স কী না? সেই প্রশ্নের উওরে বলছি – আমি বেসিক এন্ড অ্যাডভান্স এর পার্থক্য করি না। আমার ব্র্যান্ডিং বিল্ড করা থেকে শুরু করে মাসে ৳ ৩,০০,০০০ – ৳ ৫,০০,০০০ টাকা ইনকামের সোর্স তৈরি করা পর্যন্ত যে এক্সপেরিয়েন্স হয়েছে, সেই এক্সপেরিয়েন্সগুলোই এই কোর্সের লেসন্স গুলোতে আছে । যারা অলরেডি ইউটিউবিং করেন – তাদের জন্য কিছু লেসন্স বেসিক মনে হবে, এবং কিছু লেসন্স ঠিক-ঠাক আছে বলে মনে হবে । এবং যারা একদম নতুন, একদম বেসিক জিনিসও তাদের কাছে অনেক ইনফোরমেটিভ মনে হবে । তবে আমার চেষ্টা থাকবে যতটুকু সম্বব, সবাইকে সহজ করে শিখানুর ।
উপরের লেখা গুলো পড়ার পরও এখনও টিকে আছেন? আসলেই? 🫡 তাহলে, আসুন, লেটস ডু সামথিং বেটার টুগেদার 🤝🔋
কোর্সের মডিউল সমূহ:
- প্ল্যাটফর্ম হিসাবে YouTube কেমন? Sustainability?
- কিভাবে ইউটিউব একজন ফ্রিল্যান্সারের প্রফেশনাল লাইফে এগিয়ে যেতে সাহায্য করতে পারে?
- অথরিটি বিল্ডিং এর পাশা পাশি, কিভাবে ইউটিউব আপনার জন্য একটা অ্যাসেট হয়ে উঠবে?
- সাইড হাসল হিসেবে শুরু করে, বর্তমানে ভালো করছেন এরকম কয়েকটা চ্যানেল
- আপনার চ্যানেল এর গোল সেট করা
- YouTube চ্যানেল তৈরি এবং অপ্টিমাইজ করা
- প্রফেশনালিজম এবং ধারাবাহিকতার ঠিক রেখে চ্যানেলের ব্র্যান্ডিং কীভাবে করবেন
- ইউটিউব এলগোরিদম বুঝে নেয়া
- আইডেন্টিফাইং টার্গেট অডিয়েন্স এন্ড নিস (এই ক্ষেত্রে আপনার প্রফেশন ই আপনার নিস)
- নিস কতটা ব্রড করা উচিত?
- হাই সিপিএম টপিক খুঁজতে হয় কিভাবে?
- কোন ধরনের কনটেন্ট আপলোড করলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার সুযোগ থাকে?
- কনটেন্ট প্ল্যান করা, যা আপনার এক্সপেরিয়েন্স এবং সার্ভিসেস প্রমোট করে
- বালানসিং এডুকেশনাল, প্রমোশনাল এন্ড এনগেজিং কনটেন্ট
- আমি কিভাবে ভিডিও কনটেন্ট তৈরি করি?
- কিভাবে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন?
- আমি কিভাবে ভিডিও এডিট করি Camtasia দিয়ে?
- কিভাবে একটি ভিডিও পাবলিশ করতে হয় উইথ প্রপার অপটিমাইজেশন
- এবং, যদি প্রয়োজন হয়:
- ফ্রি স্ক্রিন রেকর্ডার
- ফ্রি ভিডিও এডিটর
- সাবস্ক্রাইবার গ্রো করার ক্ষেত্রে কী করা উচিত, এবং কী করা উচিত নয়?
- সোশ্যাল মিডিয়া এবং অন্য প্লাটফর্ম গুলোর ভালো ব্যবহার করা যায় কীভাবে?
- অডিয়েন্স এর সাথে কিভাবে এনগেজড থাকলে চ্যানেল গ্রো করে?
- পাইরেসি প্রোডাক্ট – ব্যান
- নিস মিক্সিং – নো এনগেজমেন্ট
- ইনকন্সিস্টেন্সি – নো এনগেজমেন্ট, রেলিবিলিটি, এন্ড গ্রোথ
- লাইভ – বিল্ডিং ট্রাস্ট, স্ট্রং কানেকশন এন্ড রিলেশনশিপ
- গ্রুপ – প্রপার ম্যানেজমেন্ট এন্ড স্কেলিং
- আপনার সার্ভিস, এক্সপার্টাইজ, এবং পোর্টফোলিও প্রমোট করা যেতে পারে কিভাবে?
- ইউটিউব সার্চ এবং রেকমেন্ডেশন থেকে ক্লাইন্টদেরকে অ্যাট্রাক্ট করা যায় কীভাবে?
- কল টু অ্যাকশন ব্যবহার করে ভিউয়ারদেরকে কিভাবে লিড এবং ক্লাইন্টে পরিণত করা যেতে পরে?
- ৪ টি মাধ্যম যেগুলো দিয়ে আমি চ্যানেল থেকে টাকা ইনকাম করছি এবং তার বিস্তারিত
- আরও কয়েকটি মাধ্যম, যা আপনি ব্যবহার করতে পারেন (e.g., merchandising, Patreons)
- কিভাবে এড প্লেসমেন্ট, স্পনসরড কনটেন্ট, এন্ড প্রোডাক্ট প্লেসমেন্ট করে রেভেনিউ বাড়ানো যেতে পারে?
- নিস সিলেক্ট করে ফেলা
- স্ট্রাটেজিক ভিডিও পাবলিশ করা
- টপিকে নিজের একটা অবস্থান তৈরি করা
- স্পনসরশিপ ইমেল আসলে কী কী লক্ষ্য করা উচিত? কোনটাতে আগাবেন, আর কোনটা থেকে ১০০ হাত দূরে থাকবেন?
- আপনার চ্যানেল এর সাইজ এবং এনগেজমেন্ট এর উপর ভিত্তি করে কিভাবে পোস্টের রেট সিলেক্ট করবেন?
- ইমেল এ কিভাবে বেসিক্যালি কথা বার্তা হয়?
- ইনফ্লুয়েনসার ম্যানেজাররা সাধারণত কী কী তথ্য দেখতে চাইতে পারে?
- ডকুমেন্ট সাইনিং?
- পেমেন্ট আগে/পরে/কিভাবে?
আমার করা কয়েকটি স্পন্সরেড পোস্টস:
স্পন্সরশিপে ওয়ান টাইম পেমেন্ট এর সাথে সাথে আর কোন সুবিধা আছে?
- ইউটিউবে প্যাসিভ ইনকাম আসলেই কী প্যাসিভ? আসল প্যাসিভ ইনকামের কয়েকটি উদাহরণ
- প্যাসিভ ইনকামের জন্য কনটেন্ট – আইডিয়া জেনারেশন, কনটেন্ট প্রোডাকশন, এবং উদাহরণ
- ফ্রিল্যান্সিং এবং অন্য কাজ ঠিক রেখে কিভাবে ইউটিউব প্রেসেন্স কনসিস্টেন্ট এবং গ্রোথ বজায় রাখবেন?
- রিফাইন কনটেন্ট স্ট্রাটেজি এন্ড মাক্সিমাইজ রিজাল্টস – এনালিজিং ইউটিউব এনালিটিক্স
- চ্যানেল রিচ বাড়ানোর জন্য কোলাবোরেশন কার সাথে করবেন? এবং কাকে বিরক্ত করবেন না?
- ইউটিউব অ্যালগরিদম এবং রিসেন্ট একটিভিটিস গুলোতে আপডেটেড থাকবেন যেভাবে
- বার্নআউট ডিল করা এবং মোটিভেটেড থাকা
- নেগেটিভ ফিডব্যাক এবং ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করবেন?
- টেকনিকাল মিস্টকেস, কনফিউশনস, এবং কোথাও আটকায় গেলে কী করবেন?
- ফ্রিল্যান্স বিজনেসে ব্যস্ততা বাড়ার সাথে সাথে কিভাবে ইউটিউব চ্যানেল ও গ্রো করতে থাকবেন?
- ফ্রিল্যান্সর হায়ার করে কিভাবে আপনার কনটেন্ট প্রোডাকশন স্ট্রিমলাইন ধরে রাখবেন?
- শুধুমাত্র ইউটিউবে বাইন্ডেড না থেকে কিভাবে অন্য বিসনেস অপর্চুনিটি বের করবেন?
- আপনার ইউটিউব জার্নি এবং অবস্থান পর্যালোচনা করা
- আপনার চ্যানেল গ্রোথ কেমন এবং কিভাবে করবেন তার প্ল্যান করা
- আপনার ফ্রিল্যান্স ক্যরিয়ার এবং ভবিষ্যতের জন্য একটি মূল্যবান হাতিয়ার হিসেবে YouTube-এর ব্যবহার করার বিষয়ে কিছু কথা
এই কোর্স করার পর, প্রাপ্ত নলেজ কাজে লাগিয়ে একজন ফ্রিল্যান্সের যিনি অলরেডি একজন কাজের লোক, নিজের ফ্রিল্যান্স বিসনেস গ্রো করতে পারা উচিত এবং প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করে রাখতে পারা উচিত |
কোর্সের সময়, ফী এবং কিভাবে এনরোল করবেন?
ফেব্রুয়ারির ২৩ তারিখ অথবা মার্চের ১ তারিখ থেকে
প্রায় ২ মাস
জুম কলে, প্রতি শুক্রবার, সোমবার, ও বুধবার – রাত ৯.৩০- মিনিটে (রমজান মাসে সময় পরিবর্তন হতে পারে)
১২,০০০ টাকা অথবা ১০০ ডলার ওয়ান টাইম পেমেন্ট (নন-রিফান্ডেবল)
২০ ই ফেব্রুয়ারি পর্যন্ত
আজহারুল রাফি ( Freelance Digital Marketer & Ed-Tech Content Creator )
Account Name: Md Azharul Islam Rafy
Account Number: 121 101 400 442
Bank: Dutch Bangla Bank
Branch: Sylhet (East Zinda Bazar)
Swift: DBBLBDDH
Account Name: Md Marjanul Islam Shofy
Account Number: 121 157 0033614
Bank: Dutch Bangla Bank
Branch: Sylhet (East Zinda Bazar)
Swift: DBBLBDDH
01327 770900 (Personal)
দয়াকরে পেমেন্ট করার পর নিচের ফরমটি পূরণ করুনঃ