ফ্রিল্যান্সিং সেক্টরে ২-৩ বছর কাজ করার পর আমাদের অনেকের মনে অটোমেটিক একটা হেডম (সিনিয়র, সবজান্তা ভাব) চলে আসে ।
দেখা যায়, অনেকেই, কোন কিছু জানার খুব প্রয়োজন হলেও, আগের মতো আর ফ্রি ফীল করে প্রশ্ন করতে পারেন না! মনে হয়, আমি এই প্রশ্নটি করলে, কে কি বলবে, নিজের ওয়েট কমে যাবে, এরকম ইগো চলে আসে!
এই সমস্যাটি আমার ক্ষেত্রেও ঘটেছিল, যা ক্যরিয়ার গ্রোথে খুবই বিপদজনক!
সমাধান? কখনোই নিজেকে পণ্ডিত ভাববেন না । ন্যাচারাল থাকেন, যেমনটা শুরুর দিকে ছিলেন ।
কোন মানুষই সকল স্কিলে সমান তালে দক্ষ হতে পারেন না । এমনকি, যে স্কিলে আপনি অলরেডি ভালো করছেন, নিজেকে অই স্কিলে পণ্ডিত মনে করা শুরু করার পরই আপনার গ্রোথ থেমে যাবার আশংখা থেকে যায় ।
যা জানেন, সুযোগ পেলেই শেয়ার করেন । যা জানেন না, প্রয়োজন পড়লে জিজ্ঞেস করে জেনে নিন!
ন্যাচারাল থাকুন, সময় উপভোগ করুন – জীবনটা সুন্দর ।
ছবি দেখে ফিট ভাবা থেকে বিরত থাকুন, কয়েক বছর আগের 🥴